শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:৫৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কাছে উন্নয়নের গল্প শুনতে চান বিশ্বনেতারা

রিপোটারের নাম
প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

দি বাংলা খবর ::প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্বনেতারা উন্নয়নের গল্প শুনতে চান বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, করোনার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখে দেশকে যেভাবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধির স্থানে নিয়েছেন প্রধানমন্ত্রী, এসকল গল্প বিশ্বনেতৃবৃন্দ তার কাছে শুনতে চেয়েছেন।

শনিবার দুপুরে ঢাকায় নিজ সরকারি বাসভবন থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের উন্নয়নে বিশ্বনেতৃবৃন্দের প্রশংসা সহ্য হচ্ছে না তাই বিএনপি সমালোচনা করছে।

এসময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর বেশিরভাগ সফরসঙ্গীই নিজ খরচে গেছেন। সেটা রিজভী আহমেদ সাহেবের জানা উচিত ছিল।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে জাতিসংঘ ও বিশ্বনেতৃবৃন্দ বিশেষ আমন্ত্রণে জাতিসংঘে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রীর যে বিশ্বময় ভূমিকা, বাংলাদেশকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন, এমনকি করোনার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ