মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৫৩ অপরাহ্ন

আগামী জুনে উদ্বোধন হবে পদ্মা সেতু- সেতুমন্ত্রী

রিপোটারের নাম
প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

দি বাংলা খবর :: উন্নয়ন কাজের মাধ্যমে কারো পকেট ভারী করার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, আগামী বছরের জুনে উদ্বোধন করা হবে পদ্মা সেতু। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলও চালু হবে ২০২২ সালে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। এসময় এক্সপ্রেসওয়ের কাজ চললেও জনগণের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০০ কোটি টাকা। ২০২৬ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ