মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীতে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে স্বপ্নচারী’র রান্নাকরা খাবার বিতরণ

রিপোটারের নাম
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

স্কুল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন-স্বপ্নচারী’র উদ্যোগে গতকাল ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ডিসি হিল এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে। এসময় সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অদ্রিত সেনগুপ্ত, পুজন দাশ, অরিজিৎ দাশগুপ্ত, সৌরভ সরকার, প্রযুক্তা সেন পৃথা, আদিত্য দাশগুপ্ত, নওশীন তারান্নুম, কৌশিক শীল জয়, সুস্মিতা ধর, সজীব রায়, সুকর্ণ সেন, ফারদিন তাহারিম প্রমূখ।
রান্নাকরা খাবার বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, গত বছর থেকে স্বপ্নচারী’র উদ্যোগে এ মানবিক কার্যক্রম শুরু করা হয়। নিজেদের টিফিনের খরচ থেকে জমানো টাকা দিয়ে এ সংগঠন প্রতিমাসে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ইতোপূর্বে কোভিড-১৯ মোকাবিলায় স্বপ্নচারী’র পক্ষ থেকে সুবিধাবঞ্চিত-পথচারীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ