সোমবার, ০৫ জুন ২০২৩, ১১:৪৬ অপরাহ্ন

মিরপুরে তামিম পুত্রের ব্যাটিং ঝলক

রিপোটারের নাম
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

 

দি বাংলা খবর ::আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খানকে। বিশ্বকাপের দল ঘোষণার আগে এক ভিডিও বার্তায় নিজেকে সরিয়ে সরিয়ে নেওয়ার তথ্য জানান তিনি। বিশ্বকাপে না খেললেও নেপাল এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন তামিম। সে জন্য বৃহস্পতিবার রাতেই ঢাকা ছাড়বেন টাইগারদের ওয়ানডে কাপ্তান।

এদিকে নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ সামনে রেখে মিরপুরে প্রতিদিনই ব্যাটিং অনুশীলন করেন তামিম। প্রতিদিনের মতো আজও এসেছিলেন। তবে আজ তার সঙ্গে নতুন অতিথি। অনুশীলনে ছেলে আরহাম ইকবাল খানকে সঙ্গে নিয়ে আসেন তামিম।

মিরপুরের সেন্ট্রাল উইকেটে তামিম যখন ব্যাটিং অনুশীলন করছিলেন ঠিক তার পাশেই ব্যাটিং করেছেন আরহাম ইকবাল খান। একটি বিষয় আলাদা করে নজর কেড়েছে সবার, বাবা তামিম ইকবাল খান বাঁহাতি ব্যাটসম্যান হলেও ছেলে আরহাম ইকবাল খান ডানহাতি। সবুজ ঘাসে আরহামের ব্যাটিং দেখে বোঝা গেল, চার দেয়ালে টুকটাক ব্যাট-বল নাড়াচাড়া করে সেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ