চট্টগ্রাম সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম এর উদ্যোগে ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার সন্ধ্যায় মোমিন রোডস্থ শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম কার্যালয়ে ৬ জন বরেণ্য শিল্পী “আবদুল আলিম-আব্বাস উদ্দিন-হাছন রাজা-লালন ফকির-শেফালী ঘোষ-শ্যামসুন্দর বৈষ্ণব’কে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সজল দাশ এর সঞ্চালনায় শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার অজিত কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাতীয় স্বাধীনতা পার্টি জেএসপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও সমাজসেবক দীপক কুমার পালিত। উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ধর্মতত্ত্বাবিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। বিশেষ আলোচক ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি কবি আশীষ সেন, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, কবি ও সংগঠক এডভোকেট রেবা বড়–য়া, কবি আবু মুছা চৌধুরী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি আসিফ ইকবাল, স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ নুরুল আলম, শ্রমিক নেতা নুরুচ্ছাফা মুন্সী, কবি ডা. চয়ন চক্রবর্ত্তী, শিক্ষক দুলাল বড়–য়া, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ণ দাশ, সংস্কৃতিকর্মী নিলয় দে ও মো. জাফর আলম প্রমুখ। প্রধান অতিথি দীপক কুমার পালিত বলেন- চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের উদ্যোগে ৬ জন বরেণ্য শিল্পীকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি স্বল্প পরিসরে হলেও এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি মানসম্পন্ন অনুষ্ঠান। ছয়জন শিল্পী তাঁদের গানের মাধ্যমে বহিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। ছোট কাল থেকে আমরা আবদুল আলিম, আব্বাস উদ্দিন, হাছন রাজা, লালন ফকির, শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের গান শুনে বড় হয়েছি। যেই দেশে গুণীদের কদর নেই সেই দেশে গুণীজন জন্মগ্রহণ করেন না। তিনি বলেন, ছয়জন শিল্পীর গাওয়া গানগুলো সংরক্ষণ করা খুবই জরুরি। এতে সমাজ দেশ ও জাতি উপকৃত হবে। উদ্বোধক স্বদেশ চক্রবর্ত্তী বলেন, সংস্কৃতি হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম। সংস্কৃতিচর্চার মাধ্যমে বিশ্ব দরবারে অতি সহজেই পরিচিতি লাভ করা হয়। গান আমাদের প্রাত্যাহিক জীবনে সুখ-দুঃখ, হাসি-কাঁন্না ও বিরহে শক্তি সঞ্চয় করে। শিল্পীদের মৃত্যু নেই, তাঁরা মৃত্যুঞ্জয়ী। সভার সভাপতি মাস্টার অজিত কুমার শীল বলেন, গান মানুষের মনকে আন্দোলিত করে এবং মনের কালিমা দুরীভূত করে। আজকের অনুষ্ঠানটি স্বল্প সংখ্যক দর্শক নিয়ে হলেও এটি একটি দৃষ্টিনন্দন অনুষ্ঠান। যারা মূল্যাবান সময় ব্যয় করে অনুষ্ঠানে এসে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে সফল করেছেন তিনি তাদের সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।