শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন

আসামি বহনকারী পুলিশের মাইক্রোবাসে বিস্ফোরণ, ৪ দগ্ধ

রিপোটারের নাম
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

 

দি বাংলা খবর :: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় ৪ আসামিকে লক্ষ্মীপুর নেয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য দগ্ধ হন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নোয়াখালী কারাগার থেকে ৪ আসামিকে লক্ষ্মীপুর নেয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোতে থাকা আসামিদের বেগমগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।
দি বাংলা খবর /

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ