শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন

দ্বিতীয় সংসার শুরু করেছেন ইভা রহমান

রিপোটারের নাম
প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

 বিনোদন ডেস্ক ::এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে গায়িকা ইভা রহমানের। পরে তিনি দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেছেন। এই দম্পতির পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।

এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন ইভা রহমান। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সঙ্গে সখ্য গড়ে ওঠে। দু’জনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছু দিন আগেই।

জানা গেছে, বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন ইভা রহমান। তাদের বিয়ের খবরটি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন গায়ক রবি চৌধুরী। বিস্তারিত কিছু না বললেও তিনি বলেছেন, ‘বিয়ে করেছেন, এটা নিশ্চিত। এর বেশি কিছু বলতে পারব না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ