দি বাংলা কবর :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার নগরীর কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দিন বাজারস্থ তিনপুলের মাথা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন এবং বিক্রির অপরাধে ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর আদালতে জলযোগ রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা ও ঘোষ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে মোমিন রোডে ফুটপাত ও রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে জনসাধারনের চলাচলে বিঘœ সৃষ্টির দায়ে ১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার জরিমানা করা হয়।
সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করে।
সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিনের আশু রোগ মুক্তি কামনায় আজ সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর হজরত শেখ ফরিদ (র.) জামে মসজিদ, লালদীঘি জামে মসজিদ, চকবাজার জামে মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসকি এলাকা জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, আরেফিন নগর জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ, সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়শা সিদ্দিকা (রা.) জামে মসজিদ ও সিটি কর্পোরেশন এবাদত খানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের মাদ্রাসা পরিদর্শক মাওলানা আলহাজ¦ হারুন-উর-রশিদ এর তত্ত¡াবধানে স্ব-স্ব মসজিদের ইমামগণ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।