দি বাংলা খবর :: সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে সমাবেশ ডেকেছে সাংবাদিকদের ৬ সংগঠন। রোববার জাতীয় প্রেসক্লাবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা।
সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনার প্রতিবাদে সাংবাদিকদের শীর্ষ ছয়টি সংগঠনের নেতারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের অপর অংশের সভাপতি এম আব্দুল্লাহ, অন্য অংশের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, বিএনপি সমর্থিত মহাসচিব নুরুল আমিন রোকন, ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।