বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তৃণমূল থেকে সুসংগঠিত করার লক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অন্তর্ভুক্ত বায়েজিদ বোস্তামী থানা এবং এর আওতাধীন ২নং জালালাবাদ ও ৩নং পাঁচলাইশ ওয়ার্ড ছাত্রদল নেতাকর্মীদের সাথে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাংগঠনিক টিমের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য মোঃ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে ও রকি হোসেন পিচ্ছির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে, আরিফুর রহমান (মাস্টার আরিফ বলেন, ছাত্রদল অতীতের ন্যায় ছাত্রসমাজকে সাথে নিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস এবং দেশের হারানো গণতন্ত্র পূনঃপ্রতিষ্টা আন্দোলনে সামনের কাতারে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিবে। এজন্য সকল ছাত্র-ছাত্রীদের এখন থেকে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুতি নিতে হবে।
প্রধান বক্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, ছাত্রদলের ইতিহাস ঐতিহ্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও কর্মময় জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রয়োজনে ছাত্রদল রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে বদ্ধপরিকর। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জননেতা তারেক রহমানের সিদ্ধান্ত যে কোন সময় রাজপথে ঢেউ তুলতে ছাত্রদল সর্বদা প্রস্তুত।
উক্ত কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা ও এর আওতাধীন ২নং জালালাবাদ এবং ৩নং পাঁচলাইশ ওয়ার্ড ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।