শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা

রিপোটারের নাম
প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

দি বাংলা খবর ::বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেছেন এক তরুণী। মামলায় বিয়ের প্রলোভনে ওই তরূণীর সঙ্গে সম্পর্ক ও ধর্ষণের অভিযোগ আনা হয়।

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে এই মামলা দায়ের করা হয়।

ওই তরুণী বাদী হয়ে নিজেই এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা শরীফুল ইসলাম অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আপনাদের মতো আমিও শুনেছি। তবে এব্যাপারে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবো।

ওই তরুণীর মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালে উপ-সচিব সঞ্জয়ের সঙ্গে ফেসবুকে ওই তরুণীর পরিচয় হয়। এর সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর বিয়ের প্রলোভনে একাধিকবার তাকে ধর্ষণ করেন উপসচিব।

মামলায় উল্লেখ করা হয়, সর্বশেষ ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে তাকে ধর্ষণ করা হয়। কিন্তু বিয়ে না করায় আদালতের দ্বারস্ত হন তিনি। মামলা বলা হয়, এ বিষয়ে থানায় মামলা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন ওই তরুণী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ