শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন

ভারতে পাচারের সময় সোহাগের বাসে মিলল সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বার

রিপোটারের নাম
প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

দি বাংলা খবর ::ভারতে পাচারের সময় সোহাগ পরিবহনের বাস থেকে সাড়ে চার কোটি টাকার স্বর্ণসহ তিনজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক তিনজন হলেন- গাড়িচালক শাহাদাৎ হোসেন, চালকের সহকারী ইব্রাহিম ও গাড়ির সুপারভাইজার তাইকুল ইসলাম।

আজ বুধবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক (ডিজি) ড. মো. আব্দুর রউফ।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাজধানীর মালিবাগ থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের একটি বাস অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যাত্রাপথে বিমানবন্দর এলাকার সিগনালে পৌছালে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িটিতে স্বর্ণের বারগুলো চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, সোহাগ পরিবহনের গাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা স্বর্ণ বারের সংখ্যা ৫৮টি। যার ওজন ৬ দশমিক ৭২৮ কেজি। এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। এসব স্বর্ণ বিদেশ থেকে এনে বাংলাদেশে ট্রানজিট হিসেবে ব্যবহার করে পাশের দেশে পাচার করা হচ্ছিল।

উদ্ধার হওয়া এই স্বর্ণের আসল মালিকের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জানতে তদন্ত চলছে। এ বিষয়ে আরও জানতে কাস্টমস আইনে মামলা দায়েরের পাশাপাশি ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার প্রক্রিয়া শেষ হলে আমরা পুলিশের কাছে হস্তান্তর করবো। তখন তারা তদন্ত করে বের করবে।

উল্লেখ্য, বর্তমান ২০২১-২০২২ সালের অর্থ বছরের বিগত জুলাই আগস্ট দুই মাসে ১০ দশমিক ৯৩১ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। এছাড়াও, বিগত ২০২০-২০২১ অর্থ বছরে ১৭৪ দশমিক ৪৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ