শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশের পণ্য পরিবহন মালিক শ্রমিকদের ১০ দফা দাবী আদায়ে প্রস্তুতি সভা

রিপোটারের নাম
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

১০ দফা দাবী আদায়ে প্রস্তুতি সভা আগামী ২৭-২৮ সেপ্টেম্বর পণ্য পরিবহনে ৪৮ ঘন্টার কর্মবিরতি বাংলাদেশের পণ্য পরিবহন মালিক শ্রমিকদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এ সংগঠন পণ্য পরিবহন মালিক-শ্রমিকের সুখে-দুঃখে পাশে রয়েছে। বর্তমানে করোনা মহামারির প্রভাবে পণ্য পরিবহন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এ শিল্পের উপর দ্বিগুণ আয়করের বোঝা চাপিয়ে দেয়া নিতান্তই অমানবিক। তাই কেন্দ্রীয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে সরকারের নিকট ১০ দফা দাবি জানানো হয়েছে। দাবি মেনে না নিলে আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে ৪৮ ঘন্টা কর্মবিরতির কর্মসূচি ঘোষনা করা হয়েছে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে ১২ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৭টায় সময় নগরীর মাদারবাড়িস্থ চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশন কার্যালয়ে সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক এক আলোচনা সভা পরিষদের আহ্বায়ক মোঃ নূরুল আবছারের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন প্রাইমমুভার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দিক, বন্দর ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোহেল, আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মনির আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব দীন মোহাম্মদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মোঃ দস্তগীর, যুগ্ম সম্পাদক আলহাজ্ব ছালেহ আহমদ, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব মোঃ এমদাদুল হক, চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মান্নান মান্না, প্রাইমমুভার শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম খান, কাঠগড় প্রাইমমুভার শ্রমিক ইউনিয়নের মোঃ জাহেদ, প্রাইমমুভার মালিক সমিতির আনিসুর রহমান রাজুসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ