দি বাংলা খবর ::বাংলাদেশ পুলিশের এসআই-নিরস্ত্র, এসআই-সশস্ত্র ও সার্জেন্ট পদে ১৫৭ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের পৃথক তিনটি আদেশে তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে এসআই-নিরস্ত্র পদমর্যাদার ৭৮ জন, এসআই-সশস্ত্র পদে ৬০ জন ও সার্জেন্ট ১৯ জন।আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।