মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:১৮ অপরাহ্ন

সৈকতে গোসল করতে নেমে লাশ হলেন বিশ্ববিদ্যালয় ছাত্র

রিপোটারের নাম
প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

দি বাংলা খবর ::কক্সবাজার সমুদ্র সৈকত গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে তৌনিক মকবুল নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজার সৈকতে সি-গাল পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত তৌনিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তৌনিকের বন্ধু সাদমান সাকিব জানান, তারা তিন বন্ধু মঙ্গলবার কক্সবাজারে বেড়াতে আসেন। বুধবার দুপুরে সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান তারা। পরে তৌনিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম। তিনি বলেন, নিখোঁজের খবর পেয়ে সৈকতকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তৌনিক নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ