মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতভাগ জনগণকে কোভিড-১৯ টিকার আওতায় আনার যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে যে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সার্বিক ব্যবস্থপনায় ওয়ার্ড পযার্য়ে কোভিড-১৯ টিকা দান কর্মসূচি আওতায় ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডে মর্ডানা (কোভিড-১৯) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর মাধ্যমে গত ৭ আগস্ট ২০২১ইং তারিখে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়, তারই ধারাবাহিকতায় অদ্য ৭ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি মঙ্গলবার প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড এর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী’র তত্বাবধানে পরিচালিত হয়। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইপিআই জোন দেওয়ানবাজারের মেডিকেল অফিসার ডা: হুমাইরা ফেরদৌস, স্বাস্থ্য সহকারী বদরুন নাহার, নোকিম। উক্ত টিকাদান কার্যক্রমে আরও সহযোগিতা করছেন ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুফিয়ান সিদ্দিকী, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল হারুন সহ এরশাদ মোমেন টিপু, মোঃ হাসান, রশিদ মাকরানি, মোঃ খোরশেদ আলী, শাহদাত আলী সাজ্জাদ, আবদুল আল নোমান, মোঃ আলী, মোঃ রোমেল, মোঃ খোরশেদ, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, মোঃ শাহরিয়া শওকত, হিমেল হোসেন ও এলাকার সচেতন ব্যক্তিবর্গ।
চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদ্বয়ার শতভাগ জনগনকে কোভিড-১৯ টিকা প্রদানের এই উদ্যেগ সত্যি প্রশংসনীয় এবং যা করোনার এই ভয়াবহতা প্রতিরোধে অগ্রনী ভূমিকা পালন করবে। তাই আমরা চেষ্টা করছি আমাদের সামর্থের সবটুকু দিয়ে মর্ডানা (কোভিড-১৯) ভ্যাকসিন ক্যাম্পেইন সম্পূর্ন করার। আজ ৭ সেপ্টেম্বর ২০২১ ইং সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিগত ৭ আগস্ট ২০২১ ইংরেজি তারিখে টিকার প্রথম ডোজ গ্রহণকারী ব্যক্তি/ব্যক্তিনীকে তিনটি নির্ধারত স্থান: তথা আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দাতব্য চিকিৎসালয়, সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কেন্দ্রে ৩০০ জন করে তিন কেন্দ্রে মোট ৯০০ জন ২৫ উর্দ্ধ ব্যক্তি/ব্যক্তিনীকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে। পরবর্তীতে সরকারি নির্দেশনা মোতাবেক গণটিকা কার্যক্রম চলমান থাকবে, যখনি দ্বিতীয় পর্যায়ে সরকার গণটিকা কার্যক্রম শুরু করবেন আমরা আমাদের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম অব্যহত রাখব। উনি সকলকে এই ভ্যাকসিন ক্যাম্পেইনে অংশগ্রহনের, স্বাস্থ্যবিধি মেনে চলার এবং ভ্যাকসিন গ্রহনে জনগনের যেই স্বতস্ফূর্ত অংশ গ্রহন এই ধারা অব্যহত রাখতে ভ্যাকসিন কার্যক্রম চলমান রাখার জন্য সরকারের নিকট আকুল আবেদন জানান।