সোমবার, ০৫ জুন ২০২৩, ১১:২১ অপরাহ্ন

সিরিজ নিশ্চিত করতে টাইগারদের প্রয়োজন ১২৯

রিপোটারের নাম
প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

 

দি বাংলা খবর :: দুই ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করতে টাইগারদের প্রয়োজন ১২৯ রান। আজকের ম্যাচ জিতলেই ইতিহাস রচনা করবে মাহামুদউল্লাহর দল। কারণ কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সিরিজ জেতেনি বাংলাদেশ।

রোববার টস জিত ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান করে সফরকারীরা। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন হেনরি নিকোলস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। শুরুতেই মোস্তাফিজের বলে মাহামুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন ফিন অ্যালেন। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ১৫ রান।

ফিন অ্যালেন সাজঘরে ফিরে গেলেও ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ইয়ং এবং রাচিন রবীন্দ্র পাওয়ার প্লেতে স্কোর বোর্ডে যোগ করেন ৪১ রান। এরপর কিউই শিবিরের আঘাত হানে ফাস্ট বোলার সাইফউদ্দিন। তার লেন্থ বলে পরাস্ত হন ইয়ং। অফ ও মিডল স্ট্যাম্পের মাঝের বল ব্যাট মিস হয়ে লাগে পায়ে। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেয় নিউজিল্যান্ড। তবুও বাঁচতে পারেননি ইয়ং।

ষষ্ঠ বলে এলবিডব্লিউর ফাঁদে পরেন গ্র্যান্ডহোম। এবারও রিভিউ নিয়েছিল কিউইরা। তবে ফলাফল তাদের পক্ষে যায়নি। এক ওভারেই দুই উইকেটের সঙ্গে দুটি রিভিউ হারায় সফরকারীরা। ইয়ং ২০ বলে ২০ রান করলেও গ্র্যান্ডহোম রানের খাতা খুলতে পারেননি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে ১২৮ রানে থামে নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, কোল ম্যাককনচি, ফিন অ্যালেন, এজাজ প্যাটেল, স্কট কাগেলেইন ও জেকব ডাফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ