গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও আবাসিক মডেল শাখা আয়োজিত আহলে বয়তে রাসিল স্মরনে শাহাদাত-এ কারবালা মাহফিল, আল্লামা সৈয়্যদ তৈয়্যব শাহ (রাঃ) ওরশ, উপলক্ষে ফ্রি রক্তেরচাপ নির্ণয়, রক্তের গ্রুপ নির্ণয় এবং মাস্ক বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৮ আগস্ট শনিবার সকালে চান্দগাঁও আবাসিক গাউসিয়া কমিটির সভাপতি সমাজসেবী আলহাজ্ব মুহাম্মদ আবুল মনসুর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বি ব্লক আবাসিকস্থ হযরত হামিদ শাহ (রাহঃ) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধন করেন আবাসিক শাখা গাউসিয়া কমিটির উপদেষ্টা ও নাহার গ্রুপের এমডি আলহাজ মুহাম্মদ হারুন। বক্তব্য দেন চান্দগাঁও আবাসিক গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ নুরুল ইসলাম সাগর, যুগ্ম সম্পাদক হোসাইন আলী পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান। অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সোলায়মান পিনু, সাইফুল ইসলাম জামি, খাদেম মুহাম্মদ খোকন, সাইফুল ইসলাম হেলাল, মাহাবুবুল আলম প্রমুখ। এছাড়ও উক্ত অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশের উর্ধ্বতন পরিষদের কর্মকর্তাগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে বৃক্ষ রোপন কর্মসূচি ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক মহামারিসহ জাতির যে কোনো দুর্যোগময় মুহূর্তে ইসলামের সঠিক নিয়মানুগ ভাব ও আলোকধারায় মনবিক সেবায় ঝাঁপিয়ে পড়তে পাউসিয়া কমিটির মানবিক টিম সদায় সর্বদায় প্রস্তুত। জাতির এই ক্লান্তিকর সময়েও নির্ঘুম সেবকগণ মানবতার সেবায় নিয়জিত রয়েছেন। বক্তারা আরো বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে মানবিক সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গাউসিয়া কমিটি। অনুষ্ঠানে সকালের প্রথম অধিবেশন শেষে মুনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি হয়।