দি বাংলা খবর :: সীতাকুণ্ডে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে মালবাহী একটি পিকআপের সংঘর্ষে সারাদেশের সাথে ২ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
জানা যায়, সোমবার (৩০ আগস্ট) বেলা পৌন ১২টার সময় পৌরসভাস্থ ইয়াকুব নগর এলাকার রেলক্রসিংয়ের উপর দিয়ে একটি পিকআপ ভ্যান পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে উভয় দিকে সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ ২ ঘণ্টা বন্ধ থাকে। পরে স্থানীয়দের সহায়তায় পিকআপটি সরানো হলে ট্রেন যোগাযোগ আবার শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি দেখা শর্তেও পিকআপের ড্রাইভার ক্রসিং পার হতে পারবে মনে করে ক্রসিংয়ের উপরে উঠে দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানার (ওসি) নাজিম উদ্দিন দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দ্রুত গিয়ে স্থনীয়দের সহযোগীতায় পিকআপটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করি।