আজ হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’এর দায়িত্ব হস্তান্তর ও নতুন সভাপতির দায়িত্ব গ্রহন উপলক্ষ্য এক সভা স্কুল মিলনায়তনে অনুষ্টিত হয়।
এ সময় শিক্ষক /শিক্ষিকাদের পক্ষ থেকে বিদায়ী সভাপতি নাজিম উদ্দীন কে সন্মাননা প্রদান করা হয় এবং নব নিযুক্ত সভাপতি নুরুল আবছার চৌধুরীকে ফুল দিয়ে বরন করা হয়।
বিদায়ী সভাপতি নাজিম উদ্দীন নব নিযুক্ত সভাপতি অভিনন্দন জানিয়ে বলেন বিগত সময় স্কুলের যে উন্নয়ন হয়েছে তা অক্ষুন্ন থাকবে বলে আশা প্রকাশ করেন। নতুন সভাপতি ও স্কুলের প্রতি শুভকামনা
করেন বিদায়ী সভাপতি।তিনি এম,পি মহোদয়, গভর্ণিং বডি, প্রভাষক, শিক্ষক /শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান। নাজিম উদ্দীন ভালোবাসায় সিক্ত বিদায় বেলার এ মুহুর্ত বরণের অনুভূতির ছেয়েও মধুর, সন্মাননা জানানোর জন্য ধন্যবাদ শিক্ষক পরিষদ’কে ধন্যবাদ জানান।এ সময় হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আলী আহম্মদ সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।