দি বাংলা খবর ::অবশেষে কক্সবাজার থেকে বদলি হয়েছেন পুলিশ কর্মকর্তা এসআই লাভলী ফেরদৌসি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় তিনি কক্সবাজারে কর্মরত ছিলেন। সর্বশেষ পিবিআইয়ে কর্মরত ছিলেন তিনি।
শুক্রবার (২৭ আগস্ট) বদলির বিষয়টি নিশ্চিত করেন পিবিআই কক্সবাজারের এসপি সরোয়ার আলম। পাশাপাশি তার বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত শুরু হয়েছে।
জানা যায়, দায়িত্ব পালনকালে স্বামীকে ব্যবহার করাসহ বহু বির্তকিত কর্মকাণ্ড গণমাধ্যমে প্রকাশের পর ফেনীতে বদলি করা হয়েছে এসআই লাভলীকে।
এদিকে লাভলীর বদলির খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করে।
তবে বদলি ও নতুন করে আসা অভিযোগের বিষয়ে জানতে এসআই লাভলীকে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।