শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:০৯ পূর্বাহ্ন

হাটহাজারীতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

রিপোটারের নাম
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

 

দি বাংলা খবর :: চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নাবিল ফারাবী।

এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা।

উপসহকারী কর্মকর্তা মতিয়ুল হক টিপু পরিচালনায় ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্পর্কিত বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন ভেটোনারী সার্জন ডা. আবদুল্লাহ আল মাসুদ সাগর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, খামারী মোমিন প্রমুখ।

অনুষ্ঠানে দেশে উদ্ভাবিত কয়েক শতাধিক ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনীতে স্থান পায়। প্রদর্শনীতে আসা সেরা দুইজন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খামারিকে এলিডি টিভি পুরস্কার এবং ১৫জনকে ভিটামিন, কৃমিনাশক, মিল্ক রিফ্রেসার প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো.আমিনুল এবং গীতা পাঠ করেন খোকন দত্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ