শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৭:১২ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ১৫ কি.মি. হাঁটলেন রাবির অধ্যাপক

রিপোটারের নাম
প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

 

দি বাংলা খবর :: দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ১৫ কিলোমিটার হাঁটলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন খান। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে তিনি পদযাত্রা শুরু করেন। ওই সময় তার সঙ্গে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মোমিনও কর্মসূচিতে অংশ নেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দুপুর পৌনে ২টার দিকে ফের একই স্থানে এসে তাদের পদযাত্রা শেষ হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তারা পায়ে হেঁটে নগরীর কাজলা, তালাইমারী ও সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে রাজশাহী কলেজের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেন। পরবর্তী সময়ে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের সামনেও কিছুক্ষণ করে অবস্থান করেন। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে এসে কিছুক্ষণ অবস্থান করেন। সেখান থেকে দুপুর পৌনে ২টার দিকে পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এসে তাদের কর্মসূচি শেষ করেন।

কর্মসূচিতে অধ্যাপকের হাতে ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন, শিক্ষাকে বাঁচান, শিক্ষার্থীদের বাঁচান’, ‘ওয়ান টু থ্রি ফোর, শিক্ষাপ্রতিষ্ঠান ক্লোজ নো মোর!’ স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এ বিষয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘জাতির মেরুদণ্ড শিক্ষাকে বাদ দিলে জাতি পিছিয়ে পড়বে। করোনা-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষায় গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আর দেরি করা ঠিক হবে না।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা শিক্ষা থেকে ঝরে পড়ার হার বাড়ছে, শিক্ষার্থীরা মানসিক সমস্যায় ভুগছে। এখন আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। তাই দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আমার এই মৌন পদযাত্রা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ