শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন

সচিবের মায়ের সেবায় ২৪ কর্মকর্তা, পিএস বললেন ‘কিছুই জানেন না’

রিপোটারের নাম
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

দি বাংলা খবর ::করোনা আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসা নিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের মা। সচিবের মায়ের সেবায় চার শিফটে নিয়োজিত আছেন এক উপ-সচিবসহ ২৪ কর্মকর্তা-কর্মচারী। এমন সব তথ্য দিয়ে একটি বেসরকারি টেলিভিশনে খবর সম্প্রচার করা হয়েছে।

খবরে জানানো হয়, সচিবের একান্ত সচিব (পিএস) আজিজুল ইসলাম এই ২৪ কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব সমন্বয় করছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন সচিবের পিএস।

এ বিষয়ে জানতে চাইলে আজ মঙ্গলবার আজিজুল ইসলাম বলেন, ‘তালিকার (২৪ জনের দায়িত্ব পালন সংক্রান্ত) বিষয়ে আমি কিছুই জানি না। সচিব স্যার ইতিমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, এরপর আমার আর বলার কিছু থাকে না।’

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ সচিব একনেক সভায় থাকায় মন্ত্রণালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘ওটা কোনো অফিস আদেশ ছিল না, একটি তালিকা মাত্র। এটি কে তৈরি করেছে, সে বিষয়ে আমরাও জানি না।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী-সচিবদের আপনজন অসুস্থ হলে অনেকেই দেখতে যান। সচিব স্যারের মা অসুস্থ হওয়াও অনেকেই দেখতে যাচ্ছিলেন। সে ইস্যুতে হয়তো ধাপে-ধাপে যাওয়ার জন্য বলেছিলেন। তালিকায় মন্ত্রণালয়ের মাত্র তিনজন কর্মকর্তা-কর্মচারীর নাম আছে। বাকিরা অন্যান্য জায়গায় কর্মরত। তালিকাটি কে করেছে বা কে ফাঁস করেছে, তা নিয়ে মন্ত্রণালয় জুড়েই আলোচনা চলছে।’ বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিব্রতকর অবস্থায় পড়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

নির্দেশনায় বলা হয়- সচিবের মায়ের সার্বিক অবস্থা সার্বক্ষণিক জানাতে হবে পিএসকে, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, টেস্ট করানোর ও তা দ্রুত সংগ্রহ করা এবং হোয়াটসঅ্যাপে সচিবের পিএসকে রিপোর্টের কপি পাঠাতে হবে। স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে রোগীর কাছাকাছি, রোগীর এটেন্ডেন্টের কাছে জানান দিতে হবে কর্মকর্তাদের উপস্থিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ