শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন

পিয়াসার জামিন নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রিপোটারের নাম
প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

দি বাংলা খবর :: পিয়াসার জামিন নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশস্টাফ রিপোর্টার : মাদক আইনে গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়াসার জামিন ও রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ আগিস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

আদালত সূত্র জানায়, সোমবার ভাটারা থানার মাদক মামলায় ৫ দিনের রিমান্ড আবেদনসহ পিয়াসাকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত ১ আগস্ট রাতে গোয়েন্দা পুলিশ বাসায় অভিযান চালিয়ে পিয়াসাকে আটক করে। এসময় তার বাসা থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ