দি বাংলা খবর ডেস্ক :: বলিউডে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন সানি লিওন। বেশ কিছু সিনেমা দিয়ে নিজেকে তিনি জনপ্রিয় করে তুলেছেন হিন্দি সিনেমার বাজারে। ভারতের আরো কিছু ভাষার সিনেমায় তার অভিনয়ের কথাও শোনা যাচ্ছে।
তবে এবার তাকে দেখা গেলো কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে। সিনেমা নয়, এই দুইজনের রোমান্স দেখা গেছে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে।
‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ এর গ্র্যান্ড ফিনেলে দেব ছিলেন বিচারকের আসনে। সেখানে বিশেষ অতিথি হিসেবে দেখা দেন সানি লিওন। দর্শকের জন্য চমক হিসেবে দুজনকে একমঞ্চে হাজির করেছে শোটির কর্তৃপক্ষ। রোববার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর।
রোববার ইনস্টাগ্রামে ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর নানা মুহূর্ত পোস্ট করেন সানি লিওন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেন, ‘এই ট্যালেন্টেড খুদেদের পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ। আর দেবের সঙ্গে বিচার পর্ব সারতে পেরে ভালো লাগছে।’