আজ হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’এর শেষ দায়িত্ব পালন দিবসে আনুষ্ঠানিক উদ্ভোধন করাহলো এবাদতখানা, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার, ক্রীড়া ও গার্লস গাইড কক্ষ, সাংস্কৃতিক কক্ষ, বিজ্ঞানাগার সম্প্রসারণ কক্ষ, সভাপতি, প্রধান শিক্ষক, আজীবন দাতা সদস্য অনার বোর্ড, হেন্ডওয়াশ ব্লক।
উদ্ভোধন করেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দীন।তিনি সকলের আন্তরিক সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি,
আইনের সীমাবদ্ধতা ও প্রতিষ্ঠানের শার্তে কাহারো আবদার রাখতে না পেরে কষ্ঠ দিলেথাকলে দুঃখ প্রকাশ করছি, চেষ্টা করেছি কিছু করার এতে অনিচ্ছাকৃত ভূল ভ্রান্তি হলে তারজন্য ক্ষমা প্রার্থনা করেন।