শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন

যশোরে আবাসিক হোটেলে ইয়াবা-ফেনসিডিল সেবন কালে দুই পুলিশ আটক

রিপোটারের নাম
প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

দি বাংলা খবর ::যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড় থেকে কয়েকশ’ গজ দূরে মমিননগর মার্কেটের একটি আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে দুইজন পুলিশ সদস্যকে মাদক সেবনকালে হাতেনাতে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলা সদরের জয়গাছি গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে মুজাহিদ (২৮) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে আজম মোল্লা (৩২)।

যশোর শহরের গাড়ীখানা এলাকায় অবস্থিত পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আকিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার সন্ধ্যায় তাদের কাছে গোপনে খবর আসে, শহরের মমিননগর মার্কেটে অবস্থিত যশোর আবাসিক হোটেলে বসে দুজন মাদকসেবন করছে। এ সময় তিনি পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলমকে ফোর্সসহ সেখানে পাঠান। এসআই খায়রুল আলম হোটেলটির চতুর্থ তলার ৪১০ নং রুমে দরজা বন্ধ করে দুজন মাদক সেবন করছে বলে জানতে পারেন। এ সময় দরজা খুলে তাদের কাছে থাকা দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের চারটি পাইপ উদ্বার করা হয়।

আটককৃতদের মধ্যে মুজাহিদ যশোর চাঁচড়া পুলিশ ফাড়িতে কর্মরত আছেন। আজম মোল্লা ঢাকা মেট্টোপলিটন পুলিশে চাকরিকরাকালে বরখাস্ত হন বলে জানা গেছে।

চাঁচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জামান বলেন, মুজাহিদকে আগের থেকে সতর্ক করা হয়েছে।

কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, মামলার তদন্ত দেয়া হয়েছে পুরাতন কসবা পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আকিকুল ইসলামকে।

যশোর কোতয়ালী খানার ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলা হাজাতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ