সোমবার, ০৫ জুন ২০২৩, ১১:৩১ অপরাহ্ন

মার্কিন বিমানে আফগান নারীর সন্তান প্রসব

রিপোটারের নাম
প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

দি বাংলা খবর ::কাবুল থেকে সেনা প্রত্যাহারের একটি মার্কিন ফ্লাইট জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বিমানেই এক আফগান নারী সন্তান জন্ম দিয়েছেন। আজ রবিবার টুইটারে এক পোস্টে এ কথা জানায় ইউএস এয়ার মডিরিটি কমান্ড।

এতে বলা হয়, ‘ওই মা তার পরিবারের সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে জার্মানির রামস্টেইন এয়ারবেসে উঠেছিলেন। তখন তিনি বিমানেই সন্তান প্রসব করেন। ওই মা জটিলতার সম্মুখীন হলে, বিমানের কমান্ডার দ্রুত বিমান অবতরণের সিদ্ধান্ত নেন, যা মায়ের জীবনকে স্থিতিশীল করতে এবং বাঁচাতে সাহায্য করে।’

বিমানটি অবতরণ করার পর, মার্কিন সামরিক চিকিৎসকরা বিমানে এসে শিশুটিকে প্রসব করেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছে। তাদের নিকটবর্তী একটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।
ইউএস এয়ার মবিলিটি কমান্ড আরও জানায়, মধ্যপ্রাচ্যের একটি অস্থায়ী ঘাঁটি হয়ে জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে সৈন্যদের পৌঁছে দিচ্ছিল সি-সেভেনটিন পরিবহন বিমানটি। তালেবানের দখলে যাওয়া আফগানিস্তান থেকে পালানোর জন্য তাদের সঙ্গী হয়েছিলেন ওই অন্তঃসত্ত্বা আফগান নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ