শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৪৪ পূর্বাহ্ন

জিয়াউর রহমান হত্যাকারীদের পুনর্বাসিত ও পুরস্কৃত করেন: আ জ ম নাছির

রিপোটারের নাম
প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

 

দি বাংলা খবর :: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধুকে ৭৫’র ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে একাত্তরের পরাজিত অপশক্তির দোসররা ভেবেছিল আবার পাকিস্তান কায়েম হবে। সেদিন যা ঘটেছিল তা পৃথিবীর জঘন্যতম অপরাধ।

এ অপরাধ আড়াল করতে হত্যাকারীদের অপরাধের দায়মুক্তি জন্য রাতারাতি ইনডেমনিটি আদেশ জারি হয়। যাকে জিয়াউর রহমান আইনসিদ্ধ করেন এবং হত্যাকারীদের পুর্নবাসিত ও পুরস্কৃত করেন। এ অপপ্রয়াস ইতিহাসের পাপবিদ্ধ অধ্যায়। যে কারণে নতুন প্রজন্ম অভিশাপগ্রস্ত।

রোববার ( ২২ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাহাড়তলী থানা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় সিডিএ মার্কেট চত্বরে ত্রাণসামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কখনো কখনো শোক শক্তির উৎস হয়। শোককে শক্তিতে পরিণত করতে পেরেছি বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং দাঁড়াবেই। এ অভিশাপ মোচনে আগেভাগে দলের এবং আমার, আপনার ও সবার আত্মশুদ্ধি প্রয়োজন। ইতিহাস বিকৃতিতে পাপবিদ্ধদের শোধন চাই।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন তা শোষিত মানুষের বাসযোগ্য ভূমির জন্য। শুধু ভৌগোলিক স্বাধীনতা জাতির জন্য যথেষ্ট পরিচয় নয়, মূল লক্ষ্য সাম্য-মৈত্রী- শান্তি ও প্রগতির জয়যাত্রা রচনা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে আরাধ্য জয়যাত্রার নেতৃত্ব দিচ্ছেন। এবারের জাতীয় শোক দিবস ভিন্নমাত্রায় এসেছে। এটা হলো করোনাকালের দুর্যোগ-দুর্বিপাক মোকাবেলা করে সুন্দর একটি আগামীর প্রত্যাশা।

পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল আবছার মিয়ার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ শফর আলী, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসলাম হোসেন, শেখ লোকমান হোসেন, মো. অহিদুল আমিন, মো. আনোয়ার হোসেন, কামাল উদ্দিন মাস্টার, আবদুল আউয়াল বিপ্লব, এরশাদুল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ মো. নুরুল আমিন, জহুরুল আলম জসিম, অধ্যাপক মো. ইসমাইল, ছাবের আহমদ সওদাগর, সরওয়ার মোরশেদ কচি, আলহাজ এরশাদ মামুন, আসলাম সওদাগর, হাবিবুর রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন জুয়েল, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর তসলিমা নূর জাহান রুবি প্রমুখ।

অনুষ্ঠান শেষে গরিব ও দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ