শুক্রবার (২০ আগস্ট) সকালে ওই ভবনের ৬ষ্ঠ তলা থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে সোহেলের পারিবারিকভাবে একই উপজেলার শিউলীর সাথে বিয়ে হয়। কোরবানীর ঈদেও আগে দুবাই থেকে তিন মাসের ছুটিতে দেশে আসেন সোহেল।
গত বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে পারিবারিক কলহের জের ধরে সোহেলকে কুপিয়ে হত্যার পর দুই সন্তান রিহান (৭) ও জান্নাতকে (৪) নিয়ে শিউলী পালিয়ে যায় শিউলী। গভীর রাতে বের হওয়ার সময় বাসার দারোয়ানকে তার বাবা মারা গেছেন বলে জানায়।
ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম পিপিএম সাংবাদিকদের জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। দেড়টার দিকে সোহেলের স্ত্রী শিউলী দু’সন্তানকে নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। শিউলীকে গ্রেপ্তার করতে পারলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরো জানান, এ বাসায় প্রবাসীর সোহেলর সৎ মা থাকতেন। তবে ঘটনার আরো আগেই তিনি বাসা থেকে চলে যান।