দুইবার ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করে শুক্রবার (২০ আগস্ট) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে শুরু হলো ভর্তি পরীক্ষার লড়াই। বাকি বিশ্ববিদ্যালয়েও দ্রুত ভর্তি পরীক্ষা শুরু হবে, এই আশায় আছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সব চেয়ে বেশি আগ্রহের সাথে অপেক্ষা করছে ঢাবি, বুয়েট ও রাবির শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হয়।
শনিবার (২১ আগস্ট) সকালে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ এবং বিকেলে বিজনেস অনুষদের ভর্তি পরীক্ষা হয়েছে। এ পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে বিইউপিতে এই সেশনের ভর্তি পরীক্ষা।
উল্লেখ্য, এর মধ্যে গত ২ এপ্রিল শুধু সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর পরই আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষাও শেষ হয়েছে।
তবে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে, তার সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে গণমাধ্যমে দেয়া শিক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একটা সম্ভাবনা রয়েছে।
এখন অন্য বিশ্ববিদ্যালয়েও দ্রুত ভর্তি পরীক্ষা শুরু হবে, এই অপক্ষোয় আশায় বুক বাঁধছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।