দি বাংলা খবর :: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আল মামুন (২৭) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালের দিকে মির্জাপুরের মোমিন শাহ মাজারের অদূরে ছোট কালভার্টের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ আল মামুন ওই এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। তার স্থানীয় সরকারহাট বাজারে নারকেলের গোডাউন রয়েছে। সেখানে তিনি পাইকার ব্যবসা করতেন।
বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার এসআই ফয়সাল। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার জানিয়েছে, গতকাল (শুক্রবার) বিকেলে ঘর থেকে বের হয়ে রাতে ঘরে ফেরেনি আব্দুল্লাহ। তার মুঠোফোনটিও বন্ধ ছিল। ধারনা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় কেউ খুন করে লাশ ফেলে যায়।
স্থানীয়রা জানায়, মাজার এলাকায় রাস্তা দিয়ে চলাচল করার সময় একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের মা রাজু বেগম হাটহাজারী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।