শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন

আলিফ উদ্দিন রুবেল করোনা হেল্প সেন্টার উব্দোধন

রিপোটারের নাম
প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

 

চলমান করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেল এর ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওতাভুক্ত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে করোনা রোগীদের জরুরি প্রয়োজনে ফ্রীতে সরবরাহের জন্য অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

এসময় আলিফ উদ্দিন রুবেল বলেন- করোনা মহামারী শুরু থেকেই আমি এই সেবা দিয়ে আসছি দেশনায়ক তারেক রহমান’র পক্ষে। তবে দিনদিন করোনার প্রকোপ বেড়ে চলায় অক্সিজেন সিলিন্ডার এর ব্যাপক অপ্রতুলতা দেখা দেয়, তাই দেশনায়ক তারেক রহমান’র নির্দেশে চট্টগ্রাম মহানগর এর আওতাভুক্ত ওয়ার্ডভিত্তিক অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রম নিজের সামর্থ্যের মধ্যে আরো বড় পরিসরে হাতে নিয়েছি যেন আরো বেশি কিছু মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ জসিম চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মুন্না,সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর যুবদল নেতা মোঃ লোকমান’ মোঃসিরাজুল ইসলাম, মোঃরানা আজমীর,আব্দুর রহমান, মোঃআকিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ