মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:১৯ অপরাহ্ন

লাখো মানুষের অংশ গ্রহণে বাবুনগরীর জানাজা সম্পন্ন,দাফন হাটহাজারীতে

রিপোটারের নাম
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

দি বাংলা খবর ::লাখো মানুষের উপস্থিতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের পর হাটহাজারীতে তাঁর নামাজে নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেছেন বাবুনগরীর মামা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় ভীড়ের কারণে মরদেহ বহনকারী কফিন মাদ্রাসা মাঠ থেকে স্থানীয় ডাকবাংলোতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই নামাজে জানাজা পরিচালিত হয়।

দুপুর থেকে দেশের বিভিন্ন এলকা থেকে মানুষ আসতে থাকে জানাজায় অংশ নিতে।জানাজায় উত্তর দিকে মীরের হাট,দক্ষিণে এগার মাইল আর পূর্বে উপজেলা পর পর্যন্ত কাতার দেখা যায়।আশে পাশে সব ভবন বাড়ীর ছাদে মানুষ জানাজায় অংশ নিতে দেখা গেছে।

নাটকীয়তা শেষে হাটহাজারী মাদ্রাসাতেই বাবুনগরীকে দাফন

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরীর দাফন নিয়ে নাটকের শেষ নেই। সকালে ফটিকছড়ির গ্রামের বাড়িতে দাফনের কথা বলে বিকেলে বলা হয় হাটহাজারী মাদ্রাসাতেই দাফন করা হবে। এই যখন প্রচার হয় তখন রাত ১০ টার পর হেফাজতের ভারপ্রাপ্ত আমির মহিবুল্লাহ বাবুনগরী ঘোষণা দেন হাটহাজারীতে জানাজা হলেও ফটিকছড়ির বাড়িতেই দাফন করা হবে। তবে রাত সাড়ে ১১টার পর জানাজা শেষে তড়িগড়ি করে ১২টা ৫০ মিনিটে তাকে মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রীস।

৬৭ বছর বয়সী দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন প্রয়াত আল্লামা আহমদ শফী। বাবুনগরী হেফাজত আমিরের পাশাপাশি চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক পদেও ছিলেন।

তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, চট্টগ্রাম নুরানি তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুঈনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ