দি বাংলা খবর ::মেয়র হিসেবে এভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে জানিয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বুধবার দিনগত রাত ৩টার দিকে নগরের কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে থানা কাউন্সিলের ঘটনার বিবরণ শেষে এ কথা বলেন তিনি।
গুলি ঘটনার জোড়ালো তদন্ত চেয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে শপথ পড়িয়েছেন, আমার বাবা আছেন তারা সিদ্ধান্ত নিবেন। যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি আমার রেজিগনেশন লেটার দিয়ে দেবো।
তিনি আরও বলেন, আপনার (ইউএনও) সঙ্গে কথা কাটাকাটি হয়ে থাকলে আমাকে বলতে পারতেন। বরিশালে এতো বছরে এমন কোনো ঘটনা ঘটেনি, যে এইভাবে আমাদের গুলি করা লাগবে। আবার শুনলাম যারা আহত হয়েছে তাদের গ্রেপ্তার করার জন্য মেডিক্যালে গেছে। অপরাধ হয়ে থাকলে তাদের হয়নি, আমি মেয়র তাই মাথা পেতে নিলাম, আমি রেজিগনেশন লেটার প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দেবো।
এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ব্যানার অপসারণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে আনসার-পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ওসি ও প্যানেল মেয়রসহ ৭ জন গুলিবিদ্ধ এবং লাঠিচার্জে আরও ৩০ জন আহত হন।