শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন

আগস্টেই মা হচ্ছেন নুসরাত!

রিপোটারের নাম
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

 

বিনোদন ডেস্ক:

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হচ্ছেন। আগামী সেপ্টেম্বরে তার সন্তান পৃথিবীতে আসবে বলে কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল। তবে এবার জানা গেল, চলতি মাসের শেষের দিকেই অর্থাৎ আগস্ট মাসেই সন্তানের মুখ দেখবেন নুসরাত।

গতকাল সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন নুসরাত। মেকআপ ছাড়া মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকি, সারাদিন যে হাসছেন সেকথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা তিনি বেশ উপভোগ করছেন বোঝাই যাচ্ছে।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে গেল বছরই তারা আলাদা হয়ে গেছেন।

বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। নিখিলের সঙ্গে বিচ্ছেদ এবং যশের সঙ্গে প্রেমের ইস্যুতে নানা সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী। তবে সব কিছুকে পাশ কাটিয়ে মাতৃত্বের সময়টাকে নিজের মতো উপভোগ করছেন। প্রথমবার মা হওয়ার মধুর অনুভূতির অপেক্ষায় জনপ্রিয় এই নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ