হোমনা উপজেলার ভাষানিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গত ৭ আগস্ট ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলাকালীন ছবিটি তুলেন। তারপর তিনি নিজের ফেসবুকে পোস্ট করেন।
তবে শনিবার (১৪ আগস্ট) ছবিটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই ইউপি চেয়ারম্যান। পববর্তীতে তিনি তার ফেসবুক থেকে ছবিটি সরিয়ে ফেলেন।জানা যায়, গণটিকা উদ্বোধনের সময় ভাষানিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুস ছালাম সিকদার, ওসি আবুল কায়েস আকন্দ।
এ বিষয় ভাষানিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, আমি টিকা পুশ করেনি।