শনিবার, ০৩ জুন ২০২৩, ০৫:০১ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন দশ ট্রাক অস্ত্র মামলার আসামি আব্দুর রহিম

রিপোটারের নাম
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

দি বাংলা খবর ::দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি কারাবন্দি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

কয়েক দিন আগে আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে অসুস্থ হন। পরে করোনা পজিটিভ হওয়ায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আজ সকালে তিনি মারা যান। আব্দুর রহিমের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয়।

দুটি মামলার মধ্যে একটিতে তৎকালীন শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ