মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন

বিমানবন্দরে র‌্যাপিড টেস্ট বুথ স্থাপনের দাবিতে প্রবাসীদের

রিপোটারের নাম
প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

 

দেশে আটকেপড়া আরব আমিরাতের প্রবাসীদের জন্য দ্রুত ফ্লাইট চালু ও আন্তর্জাতিক বিমানবন্দরে র‌্যাপিড টেস্ট বুথ স্থাপনের দাবি জানিয়েছেন প্রবাসীরা। আজ শনিবার (১৪ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান আরব আমিরাত প্রবাসীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমিরাত প্রবাসীরা দীর্ঘ ৪ মাস ছুটিতে এসে ফ্লাইট বিলম্বের কারণে আজও আরব আমিরাতে প্রবেশ করতে পারিনি। ফলে আমাদের অনেক প্রবাসীর চাকরি ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আমিরাত সরকার ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপালসহ দেশগুলোর ফ্লাইট চালু করেছে। যা সম্ভব হয়েছে তাদের সরকারের ডিপলোমেটিক সু-সম্পর্কের কারণে।

আমিরাত সরকার বিগত জুন মাসে প্রত্যেক দেশের সরকারি মিশনকে ফ্লাইট চালুর বিষয়বলী ধার্য করে দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম প্রধান শর্ত ছিল- প্রতিটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে র‌্যাপিড টেস্ট বুথ প্রতিস্থাপন করা। ইতিমধ্যে পাশ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান তাদের বিমানবন্দরে র‌্যাপিড টেস্ট বুথ স্থাপন করেছে। যার কারণে আমিরাত সরকার তাদের ফ্লাইট চালু করতে পেরেছে। কিন্তু আমাদের সরকার এখনও আন্তর্জাতিক বিমানবন্দরে র‌্যাপিড টেস্ট বুথ বস্তবায়ন করতে পারেন নি।

যার কারণে আমরা হাজারও প্রবাসী দেশের ছুটিতে এসে আজও আটকা পড়ে আছি। ছুটিতে আসা প্রবাসী বাংলাদেশীদের আরব আমিরাত প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান এবং আন্তর্জাতিক বিমানবন্দরে অতিদ্রুত র‌্যাপিড টেস্ট বুথ স্থাপন করার দাবি জানান প্রবাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ