বিএনপির করোনা আক্রান্ত ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের অসুস্থ মায়েদের সুস্থতা কামনায় পাঁচলাইশ থানা ছাত্রদল এর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
সম্প্রতি নগরীর মুরাদপুরের একটি মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসুস্থ সকল নেতাকর্মীদের রোগমুক্তি ও করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশের মানুষের রক্ষার জন্যও মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
নগর ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সত্যজিৎ বড়ুয়া রুপুর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রদল নেতা সেলিম উদ্দিন রাসেল, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক শাওন রকি, সাবেক ছাত্রদল নেতা রাসেল আহমেদ, সানি, পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা মেহেদী হাসান, মীর শাহরিয়ার, পারভেজ, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা রাকিব, রিপন, অন্তর, জিসমাম, আল-আমীন, ওবাইদুল, ইমতিয়াজ, ৪২নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদল নেতা শুভ, নিশাত, রমজান সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিবৃন্দ।