শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:২৫ পূর্বাহ্ন

নানা অভিযোগের ‘গণটিকা ক্যাম্পেইন’ শেষ হচ্ছে আজ

রিপোটারের নাম
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

 

দি বাংলা খবর :: আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) শেষ হচ্ছে গণটিকার প্রথম ক্যাম্পেইন। নানা অব্যবস্থাপনা, অনিশ্চয়তা আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে দেশজুড়ে চলছে এই কার্যক্রম।

টিকা কার্যক্রমে মাধ্যমে গতকাল বিকেল ৫টা পর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জন।

আর দেশে মোট দুই কোটি ডোজের বেশি করোনার টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন মানুষ। সব মিলিয়ে মোট দুই কোটি ৮৯ হাজার ১০৭ ডোজ টিকার প্রয়োগ হয়েছে।

এদিকে যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছে তারা দ্বিতীয় ডোজ টিকা পাবেন কিনা সে বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজকেই শেষ হচ্ছে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান। মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৪০ হাজার ৪৩ জন আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ হাজার ৮ জন। দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছেন ১ লাখ ৩৫ হাজার ৩৫ জন।

আজ থেকে নিবন্ধন ধরে টিকাদানে যোগ হয়েছে সিনোর্ফামের ভ্যাকসিন। গতকাল রাতে চীন থেকে দেশে এসেছে সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ।প্রসঙ্গত, গত ৭ আগস্ট থেকে দেশব্যাপী শুরু হয় গণটিকা কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ