মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতার অনুসারি সাড়ে তিন কোটি টাকার ইয়াবাসহ আটক

রিপোটারের নাম
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

 

দি বাংলা খবর :: কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ১ লাখ ১৬ হাজার ৩শ’ পিস ইয়াবা নিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের এক অনুসারিসহ দুজন।
সোমবার (৯ আগস্ট) রাত ১০টা ২০মিনিটের দিকে পেকুয়ার পূর্ব উজানটিয়া এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি টিম তাদের আটক করে।

আটকরা হলেন— চকরিয়া থানার আবু তাহেরের ছেলে রমিজ উদ্দিন (৩৪), পেকুয়া উপজেলার আবুল কালামের পুত্র এবং চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ওয়াইজ উদ্দিন (২৪)। ওয়াইজ উদ্দিন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারি এবং ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে ওয়াইজ উদ্দিনের একাধিক ছবি সিভয়েসের হাতে এসেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদে জানতে পেরে উজানটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বাড়ির ঘরের ভেতর খাটের নিচে রাখা ১৬ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর জব্দ করে। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

আটকের পর তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজার এবং দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ