সোমবার, ০৫ জুন ২০২৩, ১১:১২ অপরাহ্ন

চট্টগ্রামে ৪৩ লাখ টাকার ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ১

রিপোটারের নাম
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

দি বাংলা খবর ::চট্টগ্রামে ৪৩ লাখ টাকা মূল্যের ৪৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মো. নুরুল আফসার নামে একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাতে নগরীর লালদীঘি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ বুধবার (১১ আগস্ট) নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম ওজনের মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার ক্রিস্টাল মেথসহ একজনকে আটক করা হয়। নিষিদ্ধ এই মাদক একটি বায়ুরোধক পলিব্যাগে বহন করা হচ্ছিলো। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় আটক মো. নুরুল আফসার জানিয়েছেন, তিনি চন্দনাইশ থানার আজিজুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ