গণঅধিকার ফোরাম ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা’র) অনুষ্ঠানে বক্তারা
গণঅধিকার ফোরাম ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন’র পূর্বঘোষিত
কর্মসূচির অংশ হিসাবে সিআরবি রক্ষায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চেরাগী
চত্ত্বরে সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি আজ ১১ আগস্ট বুধবার বেলা ১১ টায়
অনুষ্ঠিত হয়। গণ অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি প্রবীণ রাজনীতিবিদ
আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ সুরক্ষা আন্দোলন
(বাপসা)’র যুগ্ম সমন্বয়কারী সাজ্জাদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন গণ অধিকার ফোরাম’র মহাসচিব, সমাজ ও পরিবেশ কর্মী এম এ
হাশেম রাজু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) এর
প্রধান সমন্বয়ক, শিক্ষা, সংস্কৃতি কর্মী, লেখক, পরিবেশযোদ্ধা ইকো
ফ্রেন্ডস এর সভাপতি উত্তম কুমার আচার্য্য।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হাশেম রাজু বলেন, সিআরবি ধ্বংসের জন্য
দায়ীরা চট্টগ্রামের গণ দুশমন। এদের ষড়যন্ত্র থেকে সিআরবিকে রক্ষা করতে
হবে। সিআরবিতে হাসপাতালের নামে কোন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করতে দেয়া
হবে না। চট্টগ্রামবাসী প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে অপতৎপরতা রুখে
দেবে।
প্রধান বক্তা উত্তম কুমার আচার্য্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল
বুঝিয়ে চট্টগ্রামের ফুসফুস সিআরবি ধ্বংসের জন্য স্বার্থান্বেষীমহল নানান
রকম অপকৌশল অবলম্বন করেছে। এমন কি বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের কীর্তিময়ী সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা
মুজিবকেও বিতর্কিত করার ঘৃণ্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামের সচেতন
নাগরিকেরা তাদের অপচেষ্টা সফল হতে দেবে না। সিআরবি ও সংলগ্ন এলাকায় কোন
বাণিজ্যিক স্থাপনা হতে পারবে না।
এ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন গণঅধিকার ফোরাম’র যুগ্ম মহাসচিব নূর
মোহাম্মদ দোহাজারী, বাংলাদেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) এর সহ সমন্বয়ক
অধ্যাপক রূপম বড়–য়া, গণঅধিকার ফোরাম এর সহকারী মহাসচিব ও ক্যাবের যুগ্ম
সম্পাদক মোহাম্মদ জানে আলম, সহকারী মহাসচিব কবি নুরুন্নবী, সাংবাদিক
সুপ্রিয়া মন্ডল (প্রিয়াংকা) ও শিশু শ্রাবন্তী চৌধুরী মানবন্ধনে সিআরবি
রক্ষায় কবিতা পাঠ করে শুনান।
মানববন্ধন অনুষ্ঠান শেষে সিআরবি রক্ষায় জনগণের মাঝে নগরীর বিভিন্ন এলাকায়
লিফলেট বিতরণ করা হয়।