দি বাংলা খবর :: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করতে আমলাদের রাস্তায় নামানোর পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
|বুধবার কাওরান বাজারের পেট্রোবাংলার সামনে নাগরিক সমাজের উদ্যোগে ‘করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগণের চলাচল সচেতন করা ও মাস্ক বিতরণ উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ পরামর্শ দেন।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, করোনায় মানুষকে সচেতন করতে সকল আমলাদের রাস্তায় নামান। তাদের সচেতনতার কাজে ব্যবহার করুন। তাদের বসিযে বসিয়ে আর কতদিন বেতন খাওয়াবেন।
স্কুল ও কলেজ খোলার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারতো। আপনাদের সব চেয়ে বড় ব্যর্থতা দেশের ৫০ শতাংশ মানুষ মাস্ক পড়ে না। যারা পড়ে তারা মুখে লাগায় না, গলায় ঝুলিয়ে রাখে।
করোনা পরিস্থিতি ক্রমেই ক্ষতির দিকে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, মৃত্যুর হার যা প্রকাশিত হচ্ছে তার থেকে বেশি মৃত্যু হচ্ছে। এরসঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। প্রতিদিন কয়েকশত লোক হাসপাতালে ভর্তি হচ্ছে।
‘আজকে অনেক মানুষের মশারি নাই। হাসপাতালে রোগীদের মশারি দেয়া হয় নাই। সরকার বক্তৃতা দিচ্ছে, মিথ্যাচার করছে, একে অপরকে দোষারোপ করছে। সরকারের প্রতি অনুরোধ এই সব বাগাড়ম্বর না করে, সত্য কথাটা বলেন।’
গণটিকা কার্যক্রমে বিশৃঙ্খলার কথা উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এভাবে করোনার বিস্তার আরও বাড়ছে।
গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে জেএসডি কার্যকারী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর প্রমুখ উপস্থিত ছিলেন।