দি বাংলা খবর ::করোনার ঊর্ধগতির কারণে দেশে কঠোর বিধিনিষেধ চলছে। তবে অর্থনৈতিক অবকাঠামোসহ সার্বিক অবস্থা বিবেচনা করে বুধবার থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিধিনিষেধ শিথিল হলেও বিনোদন কেন্দ্র চালুর অনুমতি দেয়া হয়নি। জনসমাবেশ করারও অনুমতি নেই।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। আগে ভ্যাকসিনেশন জোরদার হচ্ছে কীভাবে ছাত্রদের আগে ভ্যাকসিন দেয়া যায়। তারপর উনারা এটা ব্রিফ করবেন।
গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলোচনা করবে কতগুলো গাড়ি চলবে।