মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:১২ অপরাহ্ন

সাকিবের বাজে পারফরম্যান্সে যা বললেন শিশির

রিপোটারের নাম
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র ১০৪ রানের সংগ্রহ করে বাংলাদেশ। এমন মামুলি পুঁজি নিয়েও বোলিংয়ে দারুণ শুরু করেছিল টাইগাররা।

ইনিংসের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডকে সাজঘরে ফিরিয়ে অসিদের কোণঠাসা করে দেন মেহেদি হাসান। ৩ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল তখন মাত্র ১৫ রান। কিন্তু চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫টি ছক্কা হাঁকিয়ে ৩০ রান আদায় করে নেন ডেন ক্রিস্টিয়ান।

এরপর নাসুম আহমেদ ও মোস্তাফিজের জোড়া আঘাতে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি। এক ওভার বাকি থাকতে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিবের সমালোচনায় মেতেছেন দেশের ক্রিকেটভক্তদের অনেকেই।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।

তিনি লিখেছেন, খেলায় যে বিষয়টি প্রভাব ফেলে তা হলো সে (সাকিব) যখন ভালো পারফর্ম করে তখন দল জেতে। আর যখন সে ভালো খেলে না দল হেরে যায়। অর্থাৎ দলের প্রধান পারফরমার ম্যাচে নিজের সেরাটা দিতে পারে না তখন দলের জয় অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে। দুশ্চিন্তার কিছু নেই।পরের ম্যাচটিতেই সে (সাকিব) স্বরূপে ফিরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ