রোববার (৮ আগস্ট) দুপুরে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মো. ওমর ফারুক বলেন, তদন্তের অংশ হিসেবে আমাদের একসঙ্গে একাধিক টিম ওই ছয়জনের বাসায় অভিযান পরিচালনা করে। এটি মূলত তল্লাশি অভিযান। মামলার আলামত সংগ্রহ কিংবা যেসব আলামত সংগ্রহ করা হয়েছে, সেগুলোর আরও কিছু পাওয়া যায় কিনা। এ কারণেই এ অভিযান।
তবে সেখানে কোনো মাদক পাওয়া গেছে কিনা সে বিষয়ে বিস্তারিত বলেননি এ গোয়েন্দা কর্মকর্তা।
শনিবার (৭ আগস্ট) বিকেল ৩টার পরপর এই ৬ জনের বাসায় তল্লাশি অভিযান শুরু করে সিআইডির একাধিক টিম। তারা প্রায় ৪ ঘণ্টার বেশি সময় ধরে প্রতিটি বাসায় তল্লাশি চালায়।