আজ ৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। জন্মবার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মিলাদ, দোয়া , আলোচনা সভা, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও তাদের অনুদান প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মমিুনর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
এ সময় মহানগরী এলাকার ৭ জন ও বিভিন্ন উপজেলার ১০৫ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া ডাক বিভাগের নগদ অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে চট্টগ্রামের ৩০ জন প্রত্যেককে ২ হাজার টাতা করে প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মাধবী বড়ুয়া বক্তৃতা করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় বলেন, সংগ্রামে সহযোদ্ধা হিসেবে বেগম মুজিব সবসময় বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আন্দোলন সংগ্রামে তিনি সবসময় বুদ্ধি পরামর্শসহ পরিবার পরিচালনা এমনকি বাড়ি থেকে বঙ্গবন্ধুর জন্য টাকাও পাঠাতেন। বঙ্গবন্ধুর “বঙ্গবন্ধ”ু ও “জাতির পিতা” হয়ে ওঠার পেছনে বেগম মুজিবের অবদান অনস্বীকার্য। জাতি শ্রদ্ধাভরে তাঁর অবদান চিরদিন স্মরণ করবে।
এছাড়াও জন্মবার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।